আদিযুগ থেকে ব্যবহার হয়ে আসছে কাঁসা, পিতলের বাসন। যদিও এখন এই ধরনের ব্যবহার অনেকটাই কমেছে
আগে বাঙালি বাড়িতে এই ধরেনর বাসনের ব্যবহার ছিল ভীষণভাবে প্রচলিত। এখনও ব্যবহার হয় তবে বেশিরভাগই পুজোর কাজে
ব্যবহার করতে-করতে এই ধরনের বাসন জেল্লা হারায়। কালো হয়ে যায়। অনেকেই বুঝে উঠতে পারেন না যে কীভাবে পরিষ্কার করবেন, তাঁদের জন্য রইল উপায়
কাঁসা, পিতলের বাসন মাজতে ব্যবহার করতে পারেন তেঁতুল। এটাই সবচেয়ে প্রচলিত উপায় কাসা, পিতলের বাসন মাজার
এক টুকরো তেঁতুল দিয়ে বাসন ঘষে মেজে নিলেই কাজ হবে। ঝকঝক করবে নিজেই তা দেখতে পাবেন
আরও ব্য়বহার করতে পারেন বেকিং সোডা। এই সোডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। এবার তা দিয়ে বাসন ঘষে পরিষ্কার করে নিলেই কাজ শেষ
এছাড়া ব্যবহার করতে পারেন ভিনিগার ও ময়দা। ভিনিগারের সঙ্গে ময়দা মিশিয়ে নিন। এবার তা দিয়ে বাসন ঘষে মেজে নিন
বাড়িতে পাতি লেবু আর নুন নিশ্চয়ই রয়েছে? তা হলে কাঁসা এবং তামার বাসনপত্র পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন। অর্ধেক পাতি লেবুতে ভাল করে নুন মাখিয়ে বাসনে ঘষে নিন
২০ মিনিট ওভাবেই রেখে দিন। তারপর বাসনগুলি ধুয়ে ফেলুন। এতেই কাজ হয়ে যাবে। একই ভাবে রুপোর গয়না এবং বাসনপত্রও ধোওয়া যেতে পারে। তবে লেবুতে নুন মাখাবেন না যেন! শুধুমাত্র লেবু ঘষে নিয়ে ধুয়ে ফেললেই চলবে