অনেকেই সাদা পোশাক পরতে ভালবাসেন। তাই শপিং-এ গিয়ে সবার আগে বেছে নেনে সাদা পোশাক। কেউ-কেউ আবার পরতে ভালবাসলেও ভয়ে কিনতে পারেন না পাছে সাদা পোশাকে দাগ লেগে যায় এই ভেবে
কারণ সত্যি সাদা পোশাকের যত্ন করা কঠিন। একটুতেই নোংরা হয়ে যায় এই পোশাক এবং অন্য়ান্য় পোশাকের সঙ্গে একসঙ্গে কাচলে তাতে অন্য রঙ লেগে যাওয়ার ভয়ও থাকে
তবে উপায় রয়েছে যা মানলে ঠিকঠাক থাকবে সাদা পোশাক। কিন্তু কীভাবে যত্ন নেবেন? জেনে নিন সহজ কিছু টিপস...
সাদা কাপড়ে দাগ লাগলে আগেই সেই দাগ ভালো করে তুলে নিন, তারপর ডিটারজেন্টের জলে মেশাবেন। দাগযুক্ত স্থানে বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন
এই ক্ষেত্রে লিকুইড ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। এবার টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে নিন দাগ। এর ফলে দাগ ছড়িয়ে পড়ার ভয় থাকবে না আর
সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রস ব্যবহার করতে পারেন। কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লেবুর রস মিশিয়ে দিন। বা লেবু গোল গোল করে কেটে এভাবেও দিয়ে দিতে পারেন
ভিনেগার মিশ্রিত জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেও সাদা পোশাক উজ্জ্বল হবে। এর জন্য ১ বালতি জলে ১ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। তারপর সেই জলে ডুবিয়ে রাখার পর ডিটেরজেন্ট ব্যবহার করুন
সাদা পোশাক সব সময় কড়া রোদে শোকাবেন। এতে হলদে ছাপ পড়বে না বা হলদে ভাব থাকলেও তা দূর হয়ে যাবে
এছাড়া ব্যবহার করতে পারেন সবচেয়ে প্রচলিত উপায় অর্থাৎ উজালা। এতেও সাদা ধবধবে থাকে জামাকাপড়