11February 2024

যেভাবে কাচলে নতুনের মতো থাকবে জামাকাপড়

credit: Pinterest

TV9 Bangla

রোজের জামাকাপড় কাচাকাচি তো করতেই হয়। আজকাল জামাকাপড় কাচা আরও সহজ রয়েছে। চাইলে কেচে নেওয়া যায় ওয়াশিং মেশিনে।

অনেকে আবার  নিজের হাতেও জামাকাপড় কাচতে পছন্দ করেন। অনেকসময় বাড়িতে জামাকাপড় কাচলে তার রং উঠে যায়।

তবে উপায় আছে, যা মানলে জামাকাপড়ের রঙ থাকবে একদম নতুনের মতো। জেনে নিন সেই সহজ কিছু উপায়।

সুতির পোশাক কাচার সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে। খুব ভালো হয় যদি লিক্যুইড সোপ দিয়ে কাচতে পারেন। সুতির কাপড় কিন্তু ভুলেও গরম জলে ভিজিয়ে রাখবেন না।

এতে রং চটে যেতে পারে। সুতির পোশাক কাচার সময়ে ঠান্ডা জলই ব্যবহার করা সবচেয়ে ভালো। তাতে জামাকাপড় বেশিদিন ভালো থাকবে।

 সুতির কাপড় যদি ওয়াশিং মেশিনে কাচেন, তা হলে সাবানের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে দিতে পারেন। এতে কাপড়ের ঔজ্জ্বল্য বজায় থাকবে। জামাকাপড়েও সুন্দর গন্ধ হবে।

 চড়া রোদে সুতির কাপড় না মেলাই ভাল। এতে জামাকাপড়ের রং উঠে যেতে পারে। সুতির কাপড় শুকোতে খুব বেশি সময় লাগে না। তাই পড়ন্ত রোদে কিংবা ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলে দিন।

 অনেক সুতির কাপড় প্রথম বার কাচার সময়ে রং উঠতে থাকে। এ ক্ষেত্রে সুতির কাপড় প্রথম বার ধোয়ার সময়ে নুন-জলে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবানে কাচুন। দেখবেন রং উঠবে না। কাপড়ের জেল্লাও বজায় থাকবে।