12 February 2024

কোমর ছাড়াবে চুল, ব্যবহার করুন এই তেল

credit: Pinterest

TV9 Bangla

আপনারও কি মুঠো-মুঠো চুল পড়ছে? শুষ্ক হয়ে যাচ্ছে স্ক্যাল্প? নানা প্রসাধনী ব্যবহার করেও কাজ হচ্ছে না? তবে নজর ঘোরাতে হবে অন্যদিকে।

অতিরিক্ত চুল পড়া কমানোর জন্যে অনেকেই ভৃঙ্গরাজ তেল ব্যবহার করেন। ভৃঙ্গরাজ বা কেশুতি পাতার গুণাগুণ শুনলে অবাক হবেন আপনিও।

এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। ঠিক এই কারণেই এটি স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে। স্ক্যাল্পের জ্বালা, চুলকানি এবং কোনও সংক্রমণ কমাতে সাহায্য করে।

এর মধ্য়ে আছে অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদান, যা স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে। পাশপাশি এর অ্যান্টি-অক্সিড্যান্ট গুণও নানা সমস্যা সমাধান করে।

এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সেই কারণেই আয়ুর্বেদেও এর ব্যবহারের উল্লেখ করা আছে। এমনকী চুলে অসময়ে পাক ধরে না। মাথা ভর্তি কালো কুচকুচে চুল পান আপনিও।

এ বার আসা যাক কীভাবে ব্যবহার করলে কাজ হবে। একটি পাত্রে কয়েক চামচ ভৃঙ্গরাজ তেল নিন। বাজারচলতি অনেক ভৃঙ্গরাজ তেল কিনতে পাওয়া যায়।

এরপর এই তেল হালকা আঁচে গরম করে নিন। তারপর এই তেল ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ভালো ফল পাবেন।

এ ছাড়া এই তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মেশালেও কাজ হবে। এতে চুল আরও নরম ও ঝলমলে হবে। সপ্তাহে ২ দিন এই তেল ব্যবহার করলেই হবে।