27 March, 2024
চুলের হাজার সমস্যা মিটবে এক চামচ ঘিয়ে
credit: Pinterest
TV9 Bangla
গরম গরম ভাতে ঘিয়ের কোনও বিকল্প নেই। কিন্তু জানেন, ঘি শুধু খেলেই হল না। মাখলেও দারুণ উপকার।
দূষণের কারণে চুল তার জেল্লা হারিয়ে ফেলছে? চুলের যত্নে দারুণ কাজ করে ঘি। দু চামচ ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ নারকেল তেল।
সপ্তাহে একদিন চুলে ভাল করে মেখে নিন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন জেল্লা ফিরে আসবে।
অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এই সমস্যাও দূর করতে পারে ঘি। সপ্তাহে একদিন অল্প ঘি হালকা গরম করে চুলে মাসাজ করুন।
দিন দিন চুল পাতলা হয়ে আসছে? সপ্তাহে একবার ঘি মাসাজ করুন। সঙ্গে মিশিয়ে নিন অল্প নারকেল তেল।
ত্বকের যত্নে সাধারণত তিন থেকে চারটি ধাপ অনুসরণ করতে হয়। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো টোনিং।
দেখবেন আপনার মাথায় ধীরে ধীরে চুল গজাবে। চুল পড়ার সমস্যাও দূর হবে। সপ্তাহে কয়েকদিন ব্যবহার করলেই হবে।
ঘিয়ে থাকা ফ্যাটি অ্যাসিড স্ক্যাল্পকে পুষ্টি দিয়ে চুলের গোড়াকে ভেতর থেকে আর্দ্র রাখে, ফলে চুল নরম ও মসৃণ এবং ঝকঝকে হয়।
ঘিয়ের সঙ্গে আমলকি বা পেঁয়াজের রস মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। এরপর ভাল করে মাসাজ করুন। চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এই মিশ্রণ।
আরও পড়ুন