15  March, 2024

গরমে চুলে তেল না দিলেই কিন্তু বিপদ!

TV9 Bangla

credit: Pinterest

মাথায় তেল দিতে চান না অনেকেই। তবে মা-কাকিমাদের ঘন কালো চুলের রহস্য কী জানেন? তা হল তেল।

তাই তেলে অনীহা থাকলে চলবে না। বিশেষ করে গরমকালে চুলে তেল দেওয়া মাস্ট। জেনে নিন গরমে চুলে কোন তেল ব্যবহার করবেন।

চুলের জন্য সবসময়ই নারকেল তেল। চুলের বিভিন্ন সমস্যা নিমেষেই নিরাময় করার ক্ষমতা রাখে এই তেল। চুলে পুষ্টি যোগায়, গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, খুশকি ও শুষ্কভাব রোধ করে, চুল ময়েশ্চারাইজ করে।

এ ছাড়া গরমে চুলের জন্য ব্যবহার করতে পারেন অ্যাভাকাডো অয়েল। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন ডি, যা স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

গরমে চুলের যত্নে ব্যবহার করতে পারেন অলিভ অয়েলও। চুলের আর্দ্রতা বজায় রাখতে, খুশকি দূর করতে অলিভ অয়েল খুব উপকারী। এ ছাড়াও, চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে এবং ডগা ফাটা রোধ করে এই তেল।

পাশাপাশি ব্যবহার করতে পারেন অর্গান অয়েল। এতে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই তেল চুলকে পুষ্টি জোগায় ও চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে।

অ্যাভোকাডো তেলে রয়েছে ভিটামিন এ, বি, ডি এবং ই এর মতো অনেক পুষ্টি উপাদান। এই গরমে ঘাম জমে মাথার ত্বকে সংক্রমণ দেখা দেয়।

স্ক্যাল্পের সংক্রমণ কমাতে অত্যন্ত উপকারী এই তেল। চুলের আগা ফাটার সমস্যা দূর করতেও অ্যাভোকাডো তেলের জুড়ি মেলা ভার।