16  March, 2024

গরমে এক টুকরো বরফেই জব্দ ত্বকের হরেক সমস্যা

দৈনন্দিন জীবনে বরফের ব্যবহার ভীষণভাবে প্রচলিত। জানেন কি ত্বকের পরিচর্যাতেও দুর্দান্ত কাজ করে বরফ? বিশেষ করে গরমকালে। জেনে নিন গ্রীষ্মের গরমে ত্বকের যত্ন নিতে কীভাবে ব্যবহার করবেন বরফের টুকরো। তার আগে জানতে হবে বরফের গুণাগুণ।

নিয়মিত ত্বকে বরফ ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বাড়ে, ট্যান দূর হয়, দাগছোপ ও ব্রণ কমে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ে ও চোখের নীচে ফোলা ভাবও কমে।

গরমে বাইরে থেকে ফিরে ভাল করে মুখ পরিষ্কার করে এক টুকরো বরফ ঘষে নিন। দেখবেন এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আর ত্বকের নানা সমস্যাও কমবে।

 শুধু বরফও মুখে ঘষতে পারেন, আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে আইস কিউব তৈরি করেও মুখে লাগাতে পারেন। তাতে আরও ভাল ফল পাবেন।

অ্যালোভেরা এবং বেসিল, উভয় প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য দারুণ উপকারী। অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমায় এবং ব্রণর সমস্যা থেকে মুক্তি দেয়।

 আর বেসিলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা ত্বকের ট্যান কমায় এবং ত্বককে ঠান্ডা রাথে। বেসিল পাতা গুঁড়ো করে এক কাপ জলে মেশান। এতে দুই চা চামচ অ্যালোভেরা জেলও মিশিয়ে দিন।

সব উপকরণ ভালভাবে মেশানো হয়ে গেলে একটি আইস কিউব ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ জমে গেলে এক একটা করে কিউব মুখে লাগিয়ে নিন।

ত্বককে ময়েশ্চারাইজ় করে গোলাপ জল। প্রতিদিন গোলাপ জলের আইস কিউব দিয়ে ত্বকে ম্যাসাজ করলে ত্বক উজ্জ্বল হবে, দাগছোপ কমবে, বলিরেখাও দূর হবে।

 এক কাপ গোলাপ জলের সঙ্গে এক কাপ সাধারণ জল মিশিয়ে আইস কিউব ট্রেতে ঢেলে দিন। ফ্রিজে রাখুন বেশ কিছুক্ষণ। বরফ জমে গেলে এক একটা করে কিউব প্রতিদিন মুখে লাগান।