02 February 2024

ত্বকের হাজার সমস্যা মেটাবে জিরের জল

credit: Pinterest

TV9 Bangla

 ত্বক ভালো রাখার জন্যে আমরা প্রত্যেকেই নানারকম চেষ্টা চালাই। বিশেষ প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের যত্ন নেন। একটি সাধারণ স্কিনকেয়ার রুটিনও মেনে চলেন অনেকে।

কিন্তু  জানেন কি শরীরের অন্দরের খেয়াল না রাখলে কিন্তু আপনাকে বিপদে পড়তেই হবে? অর্থাৎ, স্বাস্থ্য ভালো না থাকলে তার প্রতিফলন দেখা যাবে ত্বকেও। তাই তো স্কিনকেয়ার রুটিন মেনে চলার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ।

আর এই তালিকায় একদম প্রথমের দিকে রয়েছে জিরের জল! হ্যাঁ, ঠিকই। জিরের জল খেলে যেমন স্বাস্থ্য ভালো থাকে, তেমনই ত্বকের জেল্লাও বাড়ে। আর কী কী উপকার পাওয়া যায়?

জিরের জলে ভিটামিন ই-এর উপস্থিতি পাওয়া যায়। এটি অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এই উপাদান আপনার ত্বকের অন্দরে ফ্রি-র‍্যাডিকালসের বিরুদ্ধে লড়াই করে।

স্বাভাবিকভাবেই অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব পড়তে দেয় না। ফলে ত্বকের ঔজ্জ্বল্য হয় দেখার মতো। সেই সঙ্গে ত্বকের অকালবার্ধক্যও প্রতিরোধ হয়।

জিরেতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও রয়েছে। জিরের অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণ ত্বকের অন্দরে প্রদাহ রোধ করে। এছাড়াও মুখে ব্রণ, র‍্যাশের চুলকানি কমাতেও জিরের জুড়ি মেলা ভার।

কীভাবে খাবেন? এক গ্লাস জল নিন। তারপরে সেই জলে ২ চামচ গোটা জিরে মেশান। সারা রাত রেখে দিন। ফ্রিজে রাখলেই বেশি ভালো।

 পরের দিন সকালে জিরে ছেঁকে নিয়ে জলপান করুন। নাহলে আপনি পানীয় জলে জিরের গুঁড়ো মিশিয়েও পান করতে পারেন। উপকার মিলবে।