মুলতানি মাটির সঙ্গে এই সব উপাদান মেশালে আর ফেসিয়াল করতে হবে না
credit: Pinterest
TV9 Bangla
রূপচর্চার জন্য বছরের পর বছর ধরে ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি। এতে আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকেট।
মুলতান থেকে যে মাটি আনা হত এক সময়, তাই মুলতানি মাটি নামে পরিচিত ছিল। মুলতান পাকিস্তানের একটি শহর। ফেসপ্যাকেও মুলতানি মাটি ব্যবহার করা হয়। চুলের যত্ন নেওয়ার জন্যেও কিন্তু মুলতানি মাটি ব্যবহার করা হয়।
মুলতানি মাটি যে কোনও ত্বকেই ব্যবহার করা যায়। অন্তত এমনটাই বলেন অনেক বিশেষজ্ঞ। শুধু আপনি মুলতানি মাটির সঙ্গে কোন উপাদান মেশাচ্ছেন, তা দেখে নেওয়া প্রয়োজন।
টক দই ও হলুদের সঙ্গে মিশিয়ে মুলতানি মাটি ত্বকে ব্যবহার করতে পারেন। টক দই ত্বকে লাগালে ত্বকে প্রাকৃতিক জেল্লা ফিরে আসে। আর হলুদে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান।
কটি পাত্র নিন। তাতে এক টেবিল চামচ মুলতানি মাটি নিন। এক টেবিল চামচ টক দই নিন। এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। একটি ঘন পেস্ট তৈরি হবে।
তবে খুব ঘন বা পাতলা মিশ্রণ তৈরি করবেন না। এই ফেসপ্যাক আপনার ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর্যন্ত রেখে দিন। মুখে শুকনো হওয়া না পর্যন্ত অপেক্ষা করার ভুলটা করবেন না।
তাতে ত্বকের বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না। ক্লে মাস্কে এই ধরনের ভুল আপনার ত্বকের বড় ক্ষতি করতে পারে। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে ১-২বার ব্যবহার করুন। বেশি ব্যবহার করবেন না।
চন্দনের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফেসপ্যাক। আসলে এই চন্দের গুঁড়ো ত্বকের জন্য খুবই ভালো।