সারাবছর চুলের নানা সমস্যা লেগেই থাকে। চুল পড়া তার মধ্যে অন্যতম। অনেকের আবার অকালেই চুলে পাক ধরছে।
পেঁয়াজের রস মাথার ত্বকের সংক্রমণ ও খুশকির প্রবণতা কমাতে সহায়তা করে। চুলের গোড়া মজবুত করে।
যাঁদের চুল পড়ার সমস্যা রয়েছে তাঁরা এই রস লাগাতে পারেন। এতে চুল পড়া রোধ হবে ও নতুন চুল গজাবে।
আর এই সমস্ত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে পেঁয়াজের রস। এই রসে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়।
যার ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে। পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণ করে।
এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়।চুলের গোড়া শক্ত করতে ও মাথার ত্বক সুস্থ রাখতে উপকারী পেঁয়াজের রস।
পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুলে ঘনভাব আনে ও উজ্জ্বলতা বাড়ে। এই রস হেয়ার কন্ডিশনারেরও কাজ করে।
ব্যাক্টেরিয়ারোধী ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এই রস। স্ক্যাল্পের প্রদাহ কমাতে বা বিভিন্ন সমস্যা মেটাতে সাহায্য করে।