20 March, 2024
কেশরের গুণ জানলে আর দাম গায়ে লাগবে না!
credit: Pinterest
TV9 Bangla
কেশর অত্যন্ত ব্য়য়বহুল হলেও, অধিকাংশ ভারতীয়দের রান্নাঘরে কেশর মজুত থাকেই। বিভিন্ন রকম সুস্বাদু খাবারে স্বাদ ও রঙ আনতে কেশরের ব্যবহার করা হয়।
কেশরের উপকারিতা যেমন রয়েছে, তেমনি কেশরের জলেরও রয়েছে অনেক গুণ। ত্বক ও চুলের যত্নের জন্য এই কেশরের জলই যথেষ্ট।
কয়েকটি কেশর নিয়ে গরম জলে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে কেশর ভেজানো জল খান। ফল পাবেন।
কেশরে রয়েছে প্রাকৃতিকভাবে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্যের সমৃদ্ধ।
ব্রণর সমস্যা রয়েছে? সদ্য গজিয়ে ওঠা ব্রণের পাশাপাশি ব্রণের দাগ মেটাতেও কেশরের জল অত্যন্ত উপকারী।
এ ছাড়া পিগমেন্টেশনের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে জ্বালাভাব ব়্যাশের সমস্যা মেটায় এই জল।
কেশরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল, যা ত্বককে সতেজ ও আর্দ্র রাখে।
ত্বককে উজ্জ্বল করতে কেশরের গুণ অনেক। এছাড়া ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন করতে ও অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে।
আরও পড়ুন