02 March, 2024

লেবুর খোসা ফেলে দিলেই লস!

credit: Pinterest

TV9 Bangla

শরীরের জন্য লেবুর উপকারিতার শেষ নেই। এতে রয়েছে ভরপুর ভিটামিন সি, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাতিলেবু। এ ছাড়া দৈনন্দিন জীবনের নানা কাজেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন পাতিলেবু।

জানেন কি শুধু পাতিলেবুই নয়,এর খোসাও সমান উপকারী। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন পাতিলেবুর খোসা।

 ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে সাহায্য করে লেবুর খোসা। ঘর মোছার জলে লেবুর খোসা মেশান। তা দিয়ে ঘর মুছুন। সুন্দর গন্ধ ছড়াবে ঘরে।

কাপড়ের হলদে দাগ তুলতে সাহায্য করে লেবুর খোসা। দাগযুক্ত স্থানে লেবুর খোসা ঘষে নিন তাহলেই ফল পাবেন।

দাঁত ঝকঝকে করতেও সাহায্য করে লেবুর খোসা। দাঁতে হলদে দাগ থাকলে পাতিলেবুর খোসা ঘষুন। কাজ হবে।

লেবুর খোসা মিহি করে বেটে রান্নাতেও ব্যবহার করতে পারেন। দারুণ স্বাদ হয় এই খোসা বেটে দিলে।

এ ছাড়া পাতিলেবুর খোসা গ্রেট করে শরবতেও ব্যবহার করতে পারেন। আর গরমে লেবুর শরবতের বিকল্প নেই!