05 JUN 2025

হাতে রোলেক্স ঘড়ি, পরনে ডেনিম! ফাইনালে অনুষ্কার লুকের দাম কত জানেন?

credit:PTI

TV9 Bangla

ম্যাচ শেষে হল। স্বপ্ন পূরণ হল। ১৮ বছরের প্রতীক্ষার অবসান। মাঠে খেলা শেষ হওয়ার আগেই জয় নিশ্চিত বুঝে চোখে জল বিরাট কোহলির। গ্যালারিতে উচ্ছসিত অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মা। কাট টু সিন ২।

ম্যাচ শেষে সকলে তখন ব্যস্ত প্রথম আইপিএল ট্রফির জয়োল্লাসে। দলের মেরুদণ্ড বিরাটের চোখ তখন খুঁজে চলেছে সাদা জামা আর জিন্স পরা অভিনেত্রীকে।

ফাইনালের দিন সবসময় চোখ টেনেছে গ্যালারিতে বসে থাকা অনুষ্কা শর্মা। সৌজন্যে তাঁর পোশাক। ম্যাচ শেষ হতে মাঠে নেমে এসে জড়িয়ে ধরেন বিরাটকে। চোখে জল ছিল দুজনেরই।

এই দিন যে জিন্স এবং সাদা শার্টে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন অনুষ্কা, তার দাম কত জানেন? কোন ব্র্যান্ডের পোশাকে ফাইনাল মাতালেন তিনি?

ডেনিম স্যান্ড্রো ব্র্যান্ডের জিন্সের দাম ২৭৫ ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,০০০ টাকা। অনুষ্কার ওভারসাইজ সুতির শার্টটি আলেকজান্ডার ওয়াং ব্র্যান্ডের। যার দাম ২৪৫ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২১,০০০ টাকা।

পোশাক ছাড়াও, ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে তাঁর রোলেক্স ঘড়ি। তিনি একটি রোলেক্স ডে-ডেট ৪০ ঘড়ি পরেছিলেন, যার দাম প্রায় ৪৭,৯৬,০০০ টাকা। ঘড়িটিতে একটি প্রেসিডেন্ট ব্রেসলেট রয়েছে।

১৮ ক্যারেট হলুদ সোনার সঙ্গে আছে একটি অনিক্স। হিরে-সেট করা ডায়াল এবং ফ্লুটেড বেজেল।  সঙ্গে দারুণ ব্রেসলেট আর সুন্দর কানের দুল অনবদ্য ছোঁয়া এনেছিল ওই লুকে।

কার্লি হেয়ার। নিউড লিপস্টিক এবং  ব্লাশ সব মিলিয়ে ভক্তদের মনে ঝড় তোলেন অনুষ্কা।