27 March, 2024

দিনে কতবার টোনার ব্যবহার করবেন?

credit: Pinterest

TV9 Bangla

ত্বকের যত্নে সাধারণত তিন থেকে চারটি ধাপ অনুসরণ করতে হয়। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো টোনিং।

গরম পড়তেই বেড়েছে চুলের নানা সমস্যা। যার মধ্যে অন্যতম হল রুক্ষতার সমস্যা।

 ক্লিনজিং এবং ময়শ্চারাইজিংয়ের মতো টোনিংও খুব গুরুত্বপূর্ণ। উপকারী এই তরল ত্বকে ঠিক ম্যাজিকের মতোই কাজ করে।

টোনার ব্যবহার করলে ত্বক থাকে টানটান।দূর হয় ত্বকের বাড়তি তেল।ত্বকের আর্দ্রতা ধরে রাখে টোনার।

প্রত্যেকের ত্বকেই পিএইচ-এর একটি স্বাভাবিক মাত্রা রয়েছে। এই মাত্রার হেরফের হলেই ত্বকের নানা সমস্যা দেখা দেয়।

 পিএইচ-এর ভারসাম্য নষ্ট হলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায় কিংবা হঠাৎ তৈলাক্ত হয়ে যেতে পারে। মুখের পিএইচ ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টোনার।

গরম পড়তেই বেড়েছে চুলের নানা সমস্যা। যার মধ্যে অন্যতম হল রুক্ষতার সমস্যা।

দিনে দুইবার ব্যবহার করুন টোনার। রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর ব্যবহার করুন। ত্বকের ধরন বুঝে টোনার বেছে নিন।

সকালে উঠে প্রথমে ত্বক পরিষ্কার করে নিন। মাইল্ড ক্লিনজার দিয়ে পরিষ্কার করতে পারেন ত্বক। এরপর একটি তুলোর বলের সাহায্যে টোনার নিন।

ত্বকে ধীরে -ধীরে লাগিয়ে নিন। ২-৩ মিনিট অপেক্ষা করুন। বাইরে গেলে এরপর সানস্ক্রিন লাগান। সকালের মতো রাতে ঘুমাতে যাওয়ার আগেও ত্বকে লাগান টোনার।