22  March, 2024

আঙুল ফাটানো ভাল না খারাপ?

credit: Pinterest

TV9 Bangla

কথায়-কথায় আঙুল ফাটানোর অভ্যাস রয়েছে অনেকেরই। অকারণে হাতের  ও পায়ের আঙল ফাটাতে থাকেন তাঁরা।

তবে জানেন কি এই অভ্যাস অজান্তেই বিপদ ডেকে আনতে পারে। জেনে নিন অকারণে আঙুল ফাটালে কী বিপদ হয়।

 আঙুল ফাটানোর মধ্যমে আঙুলের অস্থিসন্ধির দুটি ভাগের মধ্যে দূরত্ব সামন্য বাড়ে। এর ফলে গ্যাস বাবল (Gas Bubble) তৈরি হয়।

এই গ্যাস বাবল ফেটেই এই আওয়াজ সাধারণত তৈরি হয়। এই ঘটনাটিকে বেলুন ফাটানোর সঙ্গে তুলনা করা যাতে পারে।

 এবার এক আঙুল পরপর দুইবার সাধারণত ফাটে না। এর কারণ হল, আপনার আঙুলে সেই গ্যাস বাবল সঙ্গে সঙ্গে তৈরি হয় না।

সাধারণত আঙুল ফাটালে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষের অভ্যাসের জন্যই দেখা দেয় সমস্যা।

 কারণ এক্ষেত্রে মানুষ আঙুল নিয়ে বেশি কেরামতি করতে গিয়ে ওই জয়েন্টে প্রদাহ তৈরি করে ফেলেন বা চোট লেগে যায়।

এমনকী অতিরিক্ত চাপ প্রয়োগ করলে আঙুল ফেটে পর্যন্ত যেতে পারে। তাই এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।