02 March, 2024

দৈনন্দিন জীবনে ফিটকিরির ১০ ব্যবহার

credit: Pinterest

TV9 Bangla

গৃহস্থ বাড়িতে ফিটকিরির ব্যবহার নতুন নয়। আজকাল যদিও তেমন ভাবে ফিটকিরির ব্যবহার দেখা যায় না। জানেন কি গুণের শেষ নেই ফিটকিরির। জেনে নিন কোন-কোন কাজে ব্যবহার করা যায় ফিটকিরি।

ফিটকিরি অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ সম্পন্ন। ক্ষত মেটাতে সাহায্য করে ফিটকিরি।

কেটে গেলে তাই সঙ্গে-সঙ্গে ক্ষত স্থানে ফিটকিরি ব্যবহার করেন অনেকে। এতে রক্তপাত বন্ধ হয় ও কোনও রকম সংক্রমণের ঝুঁকি থাকে না।

ফ্রিজে অনেকসময় দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ফিটকিরি। এই গন্ধ দূর করতে ফ্রিটে একটি পাত্রে ফিটকিরির গুঁড়ো রেখে দিন।

ঘামের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে ফিটকিরি। স্নানের জলে ফিটকিরি মিশিয়ে দিন। এতে দূর হবে দুর্গন্ধ।

ব্রণ দূর করতেও সাহায্য করে ফিটকিরি। মুলতানি মাটির সঙ্গে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করতে হবে এক্ষেত্রে।

দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা দূর করতেও সাহায্য নিতে পারেন ফিটকিরির। দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়া বিনাশ করে মুখ দুর্গন্ধ মেটায় ফিটকিরি।

ত্বকের অকাল বলিরেখা মেটাতেও সাহায্য করে ফিটকিরি। এক টুকরো ফিটকিরি জলে ডুবিয়ে হালকা হাতে মুখে ঘষে নিলেই হবে।