08 March, 2024
কলার খোসা না ফেলে না দিয়ে কাজে লাগান এ ভাবে
credit: Pinterest
TV9 Bangla
সুস্থ থাকতে কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শরীরের জন্য ভীষণ উপকারী কলা। পাশাপাশি ত্বকের জন্যও উপকারী।
শুধু কলাকেই মাথায় তুললে হবে না, এর খোসাও কিন্তু কোনও অংশে কম যায় না। কলার খোসা ফেলে দিয়েই ভুল করেন আপনি।
কলার মতোই এর খোসাতেও রয়েছে ভরপুর পুষ্টিগুণ। বিশেষ করে ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন এই খোসা।
কলার খোসা ত্বকে ঘষলে সহজেই দূর হয় সানট্যানের সমস্যা। শুধু তাই নয়, এতে ত্বক উজ্জ্বলও হয়। ব্যবহার করে দেখতে পারেন।
চোখের তলার ফোলাভাব কমাতেও সাহায্য করে কলার খোসা। এর জন্য চোখের তলায় কলার খোসা ঘষলেই হবে।
ব্রণর দাগ মেটাতেও সাহায্য করে কলার খোসা। দাগযুক্ত স্থানে কলার খোসা লাগিয়ে দেখতে পারেন কয়েকদিন।
আঁচিলের সমস্যা মেটাতেও সাহায্য করে কলার খোসা। যাঁদের শরীরে অবাঞ্ছিত আঁচিল রয়েছে তাঁরা কলার খোসা ব্যবহার করতে পারেন।
খুশকির সমস্যা মেটাতেও সাহায্য করে কলার খোসা। এই জন্য চুলের কলার খোসা বেটে মাখুন। উপকার পাবেন।
আরও পডুন