23 March, 2024

গোলাপ জল ব্যবহারের সঠিক নিয়ম জানেন?

credit: Pinterest

TV9 Bangla

গোলাপজল একটি প্রাকৃতিক, প্রশান্তিদায়ক টোনার যা ত্বকের যত্নে অতুলনীয়। গোলাপের পাপড়ি থেকে তৈরি এই উপাদানটি হাইড্রেটিং, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

ত্বকের যত্নে গোলাপজল নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও কোমল। তবে গোলাপজল ব্যবহার করার সময় অনুসরণ করতে হবে কিছু নিয়ম।

 কিছু পদার্থ রয়েছে যা গোলাপজলের সঙ্গে মেশানো নিরাপদ নয়। জেনে নিন সেগুলো কী কী। আর সেভাবেই ব্যবহার করুন গোলাপ জল।

অ্যালকোহলযুক্ত টোনারের সাথে গোলাপজল মেশালে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। এই সংমিশ্রণটি ত্বকের জ্বালা, লালভাবের কারণ হয়ে উঠতে পারে।

শক্তিশালী অ্যাসিডের সাথে গোলাপজলের মিশ্রণ ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্যকে ব্যাহত করে। এর ফলে জ্বালা সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে।

হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে গোলাপজল মেশানো উচিত নয়। এই সংমিশ্রণটি একটি রাসায়নিক প্রতিক্রিয়া হতে পারে যা ত্বকে জ্বালা এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে।

যদিও কিছু তেল ত্বকের জন্য উপকারী, তবে গোলাপজলের সঙ্গে উচ্চ ঘনত্বের তেল ব্যবহার না করাই ভালো। এতে জ্বালা বা অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে ত্বকে। গোলাপজলে যোগ করার আগে তেলগুলোর ঘনত্ব কমিয়ে পাতলা করে নিন।

শক্তিশালী অ্যাস্ট্রিনজেন্টের সঙ্গে গোলাপ জলের সংমিশ্রণ ত্বকের জন্য নিরাপদ নয়। ত্বকের প্রাকৃতিক তেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই মিশ্রণ। ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়তে পারে।