ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার নতুন নয়। ত্বকের পরিচর্যায় গোলাপ জল ব্যবহার করা হয়। জানেন কি এই জলে কী উপকার রয়েছে?
গোলাপ জলে এমন কিছু উপাদান আছে, যেগুলি আমাদের ত্বকের জেল্লা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানুন গোলাপ জল ব্যবহার করলে কী উপকার পাবেন।
২০১১ সালের একটি গবেষণায় উল্লেখ করা হয়, গোলাপে পাওয়া যায় ভিটামিন সি এবং ফেনোলিকস। এই উপাদান অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে।
তাই ত্বকের প্রদাহ হলে তা ঠিক করতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও, গোলাপ জল হল অ্য়ান্টি-সেপটিক এবং অ্যান্টি-ব্য়াকটেরিয়াল। ত্বকে কোনও সংক্রমণ সারিয়ে তুলতে পারে গোলাপ জল।
ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে উল্লেখ করা হয়, ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে গোলাপ জল।
এ ছাড়া ত্বকে কোথাও লাল হলে বা জ্বালা-চুলকানি শুরু হলে গোলাপ জল লাগাতে পারেন। উপকার পাবেন।
ত্বক ভালো রাখার জন্যে সিটিএম রুটিন ফলো করার প্রয়োজন। তাই দিনে দুবার অন্তত মুখ ক্লিনজিং করুন। তারপর মুখে টোনার লাগিয়ে নিন এবং ময়শ্চারাইজার লাগান।
গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। গোলাপ জল একটি কটন প্যাডে নিয়ে মুখে লাগিয়ে নিন। ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকবে। জেল্লাও হবে দেখার মতো।