11h July, 2025

টাকা আসলেই ফস্কে যাচ্ছে? তুলসী গাছে এই দুই কাজ করলেই হবে সুরাহা

TV9 Bangla 

Credit -  Getty Images 

হিন্দুধর্মে তুলসী গাছের আলাদা মাহাত্ম রয়েছে। এই গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস।

যে সকল ব্যক্তিদের হাতে টাকা-পয়সা এক্কেবারে থাকে না, তাঁরা তুলসী গাছে কয়েকটি প্রতিকার কাজে লাগিয়ে দেখতে পারেন।

তুলসী গাছের সঙ্গে একদিকে ধর্মীয় বিশ্বাস জড়িত। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির যোগও রয়েছে। তুলসী গাছের প্রতিটি অংশের স্বাস্থ্যকর গুণও রয়েছে।

যেহেতু অনেকে মনে করেন, তুলসী গাছে লক্ষ্মী দেবী বিরাজ করেন, তাই যে বাড়িতে তুলসী গাছে নিয়মিত পুজো করা হয়, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী। যখন তাঁকে নৈবেদ্য অর্পন করা হয়, তাতে তুলসী পাতা দিতে হয়। তাহলে বিষ্ণু ভগবান সন্তুষ্ট হন।

জ্যোতিষশাস্ত্র মতে, তুলসী একাধিক গ্রহের সঙ্গে সম্পর্কিত। তাই তুলসীর পুজো করলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের অশুভ গ্রহের ত্রুটি দূর হয়।

তুলসী পাতা মিশিয়ে স্নান করলে বা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে দিলে ঋণ থেকে মুক্তি পান অনেকে। নিয়মিত তুলসী পুজো করলে বাড়ির পরিবেশ পবিত্র হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।