খাবার খেতে বসে কোনওমতেই নয় এই ৫ ভুল, জীবনে ধেয়ে আসবে মহাবিপদ!

Credit - Pinterest 

TV9 Bangla

20 July, 2025

হিন্দুধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রের। যে বাড়িতে বাস্তু দোষ থাকে, সেখানে থাকা ব্যক্তিদের জীবনে দুঃখ নেমে আসে।

বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে খাবার খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা রয়েছে। সেগুলি মেনে চললে জীবনে নানা সমস্যা এড়াতে পারবেন।

বর্তমানে বেশিরভাগ বাড়িতে চেয়ার টেবিলে বসে খাবার খাওয়া হয়। বাস্তুশাস্ত্র বলছে, ডাইনিং টেবিল কোনওমতেই খালি রাখা উচিত নয়। তাহলে বাড়িতে অন্নের অভাব হয় না।

কোনওভাবেই বিছানায় বসে খাবার খাবেন না। বাস্তুশাস্ত্র মতে, বিছানায় বসে খাবার খেলে জীবনে বিরাট অর্থ সংকটে ভুগতে পারেন। সেইসঙ্গে কোনও জটিল অসুখও হতে পারে।

ব্রেকফাস্ট, ডিনার হোক বা লাঞ্চ খেতে বসার সময় সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। দক্ষিণ দিকে মুখ করে খাওয়া ভালো নয়। তাতে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে।

খেতে বসলে অনেকেই নুন নিয়ে বসেন। পাতে থাকা অবশিষ্ট নুন ফেলবেন না। দরকার হলে থালায় অল্প জল ঢালুন। নইলে অর্থকষ্ট হয়। বাড়িতে অশান্তি লেগে থাকে।

খাবার শেষে এঁটো বাসন ফেলে রাখবেন না। অনেকেই ডিনারের পর এঁটো বাসন রেখে দেন পরদিন মাজার জন্য। এটা করলে দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মী রেগে যান। আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়ে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।