04 JAN 2025

৩২ বছর স্নান করেননি, ছোটু সাধুকে দেখতে উপচে পড়া ভিড় কুম্ভ মেলায়

credit: Getty Images

TV9 Bangla

১২ বছর পরে ফের অনুষ্ঠীত হতে চলেছে মহাকুম্ভ মেলা। স্বভাবতই গোটা দেশ তথা বিদেশ থেকে অসংখ্য ভক্ত, সাধু-সন্ন্যাসি দলে দলে পাড়ি দিয়েছেন সঙ্গমনগরের উদ্দেশ্যে।

তেমনই মহাকুম্ভ মেলায় যোগ দিতে হাজির হয়েছেন অন্যতম প্রসিদ্ধ সাধু ছোটু বাবা। অবশ্য তাঁর আরও অনেক নাম আছে। কেউ তাঁকে বলেন গঙ্গাপুরী মহারাজ।

কেউ আবার তাঁকে বলেন টেনি বাবা। কিন্তু ছোটু বাবা হওয়ার পিছনেও আছে এক রহস্য। আসলে তাঁর চেহারা একটি বাচ্চার সমান।

নিজের ছোট চেহারার জন্যই সকলের আকর্ষণের কারণ হয়ে উঠেছেন তিনি। তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি। অবশ্য তিনি তাঁর কম উচ্চতাকে ভগবানের আশির্বাদ বলেই মনে করেন।

আরও একটি কারণে এই মূহুর্তে সমাজমাধ্যমে ভাইরাল গঙ্গাপুরী মহারাজ। ৫৭ বছর বয়সী এই বাবা নাকি স্নান করেননি ৩২ বছর।

কিন্তু কেন ৩২ বছর স্নান করেননি ছোটু বাবা? তাঁর উত্তর জানিয়েছেন নিজেই। ৩২ বছর স্নান না করার পিছনে রয়েছে তাঁর এক ব্রত।

ছোটু বাবা জানিয়েছেন তাঁর একটি গুপ্ত মনস্কামনা রয়েছে। তাই জন্য তিনি মানত করেছেন। সেই মনস্কামনা পূরণ হলে তবেই তিনি স্নান করবেন।

মনস্কামনা পূরন হলে প্রথমে তিনি শিপ্রা নদীতে গিয়ে স্নান করবেন। এরপর ফিরে যাবেন অসমের কামাক্ষ্যা মন্দিরে। সেখানে গিয়ে পুজো দেবেন তিনি।