ভূমিকম্পে কোন দেশ 'ফার্স্ট' জানেন! কত নম্বরে ভারত?
Credit - Pixabay
TV9 Bangla
মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে আচমকা ভূমিকম্প হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, কম্পন অনুভূত হয়েছে দিল্লি, বিহার সহ দেশের একাধিক রাজ্যে। প্রভাব পড়েছে চিন, বাংলাদেশ, ভুটানেও।
জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল আসলে তিব্বত। ১৯৯০ সাল থেকে ২০২৪ সালে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে কোন কোন জায়গায় জানেন?
রাষ্ট্রীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (NOAA) রিপোর্ট অনুসারে ১৯৯০ থেকে ২০২৪ সাল অবধি ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত দেশের তালিকায় শীর্ষে চিন।
চিন - ১৮৬ বার গত ৩৪ বছরে চিনে ১৮৬ বার ভূমিকম্প হয়েছে। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে চিনে ঘন ঘন ভূমিকম্প অনুভব হয়। বিশেষত সিচুয়ান ও ইউনানে হয়।
ইন্দোনেশিয়া - ১৬৬ বার ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত। প্রায়শই তাই সেখানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। বিশেষ করে সুমাত্রা ও আশেপাশের এলাকায়।
ইরান - ১০৯ বার আরব ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ইরানে ভূমিকম্প বেশ অনুভব করা যায়। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বে।
জাপান - ৯৮ বার জাপান রিং অফ ফায়ার সংলগ্ন অঞ্চলে রয়েছে। যার ফলে সেখানে বড় ভূমিকম্প অনুভব হয়। ২০১১ সালের তোহোকু ভূমিকম্প সুনামি ও পারমাণবিক বিপর্যয় সৃষ্টি করেছিল।
আমেরিকা - ৭৮ বার অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় বড় ভূমিকম্প কম হয়। ক্যালিফোর্নিয়া, আলাস্কা ও প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমের মতো অঞ্চলগুলোতে মাঝে মাঝে ভূমিকম্প হয়েছে।
তুরষ্ক - ৬২ বার তুরস্ক ইউরেশিয়ান এবং আরব প্লেটের সংযোগস্থলে অবস্থিত। যেখানে বড় ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের ইজমিট ভূমিকম্পে প্রচুর প্রাণহানি হয়। এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।
ভারত - ৫৮ বার ভারতে বিশেষ করে হিমালয় অঞ্চলে ও উত্তর-পূর্ব সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। কিন্তু ২০০১ সালে গুজরাটের কাছে বিধ্বংসী ভূমিকম্পে সমগ্র দেশ কেঁপে উঠেছিল। প্রায় ২০ হাজার মানুষ মারা গিয়েছিল।