hair oil
insomnia 3

2 August 2024

মাত্র ২ উপাদান বন্ধ করুন বর্ষায় চুল পড়া

credit: istock

image

TV9 Bangla

hair oil (1)

বর্ষাকালে অঝোরে চুল ঝরতে থাকে। দিনে একশোটা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর বেশি যদি চুল উঠতে থাকে প্রতিদিন, সাবধান হোন।

hair oil (2)

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে চুলের গোড়া নরম হয়ে যায়। একটু টান পড়লেই চুল ছিঁড়ে যায়। বাড়ে চুল পড়ার সমস্যা।

hair oil (3)

অত্যধিক পরিমাণে চুল পড়লে বুঝবেন দেহে পুষ্টির ঘাটতি রয়েছে। কিংবা এটা কোনও রোগের লক্ষণ। সেক্ষেত্রে শ্যাম্পু বদলে কোনও লাভ হবে না।

বর্ষাকালে চুল পড়া বন্ধ করতে শ্যাম্পু-কন্ডিশনার না ব্যবহার করে তেলের সাহায্য নিন। সাধারণ তেল দিয়েই চুলকে ভাল রাখা যায়।

চুলের যত্নে ব্যবহার করুন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল। এই দুই তেল একসঙ্গে মিশিয়ে চুল ও স্ক্যাল্পে মালিশ করলে দারুণ ফল পাবেন।

নারকেল তেল চুলে পুষ্টি জোগায়। বর্ষাকালে চুলের ফ্রিজিনেসকে প্রতিরোধ করে নারকেল তেল। চুলকে নরম ও মসৃণ করে তোলে।

অন্যদিকে, ক্যাস্টর অয়েল চুলের ফলিকলকে পুষ্টি প্রদান করে। পাশাপাশি বর্ষায় স্ক্যাল্পকে ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকেও বাঁচায়।

এক চামচ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে চুল ও স্ক্যাল্পে ভাল করে মালিশ করে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।