নারকেল তেল নাকি অ্যালোভেরা জেল, ড্রাই স্কিনের জন্য কোনটা ভালো?
TV9 Bangla
Credit - Freepik
যে সকল ব্যক্তিদের ত্বক ভীষণ ড্রাই, তারা খুব সমস্যায় পড়েন। এই পরিস্থিতিতে ঘরোয়া প্রতিকার অনেকে কাজে লাগান।
শুষ্ক ত্বকের সমস্যায় কেউ কেউ মুখে নারকেল তেল লাগান। আবার কেউ কেউ অ্যালো ভেরা জেল লাগিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেন।
আপনি কি জানেন শুষ্ক ত্বকের জন্য নারকেল তেল নাকি অ্যালোভেরা জেল কোনটি বেশি ভালো? চলুন এ বার সেটাই জেনে নেওয়া যাক।
নারকেল তেল ও অ্যালোভেরা জেল দুটোই ত্বকের জন্য খুবই উপকারী। ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। দিল্লির ম্যাক্স হাসপাতালের ডক্টর দীপালি ভরদ্বাজ এই দুটোর মধ্যে কোনটা ভালো, তা নিয়ে জানিয়েছেন।
তিনি জানান, যদিও অ্যালোভেরা জেল ও নারকেল তেল দুইই ত্বকের জন্য উপকারী, তবুও প্রতিদিন নারকেল তেল লাগালে কারও কারও ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস হতে পারে।
তাই সপ্তাহে দু'বার মুখে নারকেল তেল ম্যাসাজ করা ভালো। অন্যদিকে অ্যালোভেরা যে কোনও মরসুমে, যে কোনও সময় ত্বকে লাগানো ভালো।
নারকেল তেল আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বককে কিছুটা তৈলাক্ত করে তোলে। এতে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ত্বক মেরামত করতে সাহায্য করে। ত্বক শুষ্ক হলে এটি ফাটা ত্বক নিরাময়ে সাহায্য করে।
যদি আপনার ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়, তাহলে অ্যালোভেরা সবচেয়ে ভালো। কারণ এটি হালকা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।