সর্ষে নাকি নারকেল তেল, ঘন কালো চুলের জন্য কোনটা বেশি ভাল?
credit:Getty Images
TV9 Bangla
চুলের গ্রোথ বাড়াতে সর্ষের তেল না নারকেল তেল—এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার চুল ও স্ক্যাল্পের ধরন এবং আপনার নির্দিষ্ট চাহিদার ওপর।
দুটো তেলই উপকারী, তবে তাদের কার্যকারিতা আলাদা। কোনটি আপনার জন্য সঠিক? কোন চুলে কোন তেল ভাল? জেনে নিন এই প্রতিবেদনে
নারকেল তেল বহু প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে লরিক অ্যাসিড, ক্যাপ্রিক অ্যাসিড ও অ্যান্টি-ফাংগাল উপাদান, যা স্ক্যাল্পের সংক্রমণ প্রতিরোধে সহায়ক। এটি সহজে চুলের শিকড়ে ঢুকে চুলকে গভীরভাবে পুষ্ট করে।
নারকেল তেল চুলকে মসৃণ করে, চুল ভাঙা রোধ করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। যারা শুষ্ক ও রুক্ষ চুলে ভুগছেন, তাদের জন্য এটি ভাল। নিয়মিত ব্যবহারে চুল ঘন ও চকচকে হয়। এর স্নেহজ উপাদান প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে।
সর্ষের তেল স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়, যা চুলের গ্রোথে সহায়ক। এতে রয়েছে বিটা ক্যারোটিন, সেলেনিয়াম, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন E, যা চুলের গোড়াকে শক্তিশালী করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ খুশকি ও স্ক্যাল্পের ইনফেকশন দূর করতেও কার্যকর। যাদের মাথার ত্বক তৈলাক্ত বা যাদের চুল দ্রুত পড়ে যাচ্ছে, তাদের জন্য সর্ষের তেল উপকারী হতে পারে।
সর্ষের তেল তুলনামূলকভাবে গাঢ় এবং গন্ধ তীব্র, তাই সংবেদনশীল স্ক্যাল্পে এটি জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। যদি আপনার চুল রুক্ষ, শুষ্ক ও দুর্বল হয়, সেক্ষেত্রে নারকেল তেল উপযুক্ত।
চুল গজানোর হার বাড়াতে চাইলে, সর্ষের তেল ভাল কাজ করবে। অনেকেই এই দুই তেল মিশিয়ে ব্যবহার করেন, যাতে দুটিরই উপকার একসঙ্গে পেতে পারেন। আপনি বেছে নিতে পারেন আপনার প্রয়োজন মতো তেল।