1st January, 2025

নিউ ইয়ারে সবথেকে বেশি অর্ডার কন্ডোমেরই, পাল্লা দিল আর কী?

Credit - PTI

TV9 Bangla

ক্যালেন্ডার বলছে আজ ১ জানুয়ারি। পড়ল নতুন বছর। মানুষ বিভিন্নভাবে নিউ ইয়ারকে স্বাগত জানায়। অনেকে নিউ ইয়ার ইভে অনলাইনে প্রচুর অর্ডারও করেছেন। 

জানা গিয়েছে, নিউ ইয়ার ইভে ভারতীয়রা অনলাইন ডেলিভারি কোম্পানি থেকে সবথেকে বেশি অর্ডার করেছেন কন্ডোম। সঙ্গে আর কী?

৩১ ডিসেম্বর রাতে নতুন বছরকে সকলে স্বাগত জানিয়েছেন। এই রাতে সকলে পার্টি করতে নানা জিনিস অনলাইনে অর্ডার করেছেন।

Swiggy Instamart, Blinkit, Big Basket এর মতো দ্রুত ডেলিভারি দেয় এই প্ল্যাটফর্মগুলোতে নিউ ইয়ার ইভে প্রচুর অর্ডার দিয়েছেন মানুষজন।

কন্ডোম, আঙুর, চিপসের প্যাকেট এবং হ্যান্ডকাফ এসব প্রচুর অর্ডার হয়েছে নিউ ইয়ার ইভে। Blinkit এর সহ-প্রতিষ্ঠাতা আলবিন্দর এ বিষয়ে জানিয়েছেন এক্স হ্যান্ডেলে।

নিউ ইয়ার ইভে Blinkit থেকে সবচেয়ে বেশি অর্ডার (সংখ্যার দিক থেকে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়) করা হয়েছে। ডেলিভারি পার্টনাররা এদিন সবচেয়ে বেশি টিপস পেয়েছেন বলে জানিয়েছেন আলবিন্দর। 

Blinkit এর সহ-প্রতিষ্ঠাতা আলবিন্দর জানিয়েছেন, প্রচুর কন্ডোম অর্ডার হয়েছে। সেখানে ৩৯.১% চকোলেট, ৩১% স্ট্রবেরি, ১৯.৮% বাবলগাম ও ১০.১% অন্যান্য ফ্লেভারের কন্ডোম অর্ডার হয়েছে।

Swiggy Instamart-এ ৩১ ডিসেম্বর সন্ধায় প্রচুর আঙুর অর্ডার করা হয়েছিল। সেখানে ৭.৩০টায় প্রতি মিনিটে ৮৫৩টি চিপস অর্ডার হয়েছিল।