13 March 2024
বাড়িতেই সহজে বানিয়ে নিন শর্ট ব্রেড কুকিজ
credit: istock
TV9 Bangla
চা-কফির সঙ্গে অত্যন্ত জনপ্রিয় কুকিজ। বাড়িতেই বানিয়ে নিতে পারেন এটি।
কুকিজ তৈরি করতে লাগবে মাখন, আইসিং সুগার, ময়দা, কাস্টার্ড পাউডার এবং ভ্যানিলা পাউডার।
প্রতিটি উপাদানের পরিমাণ ঠিকমতো নিতে হবে। ৪০০ গ্রাম মাখন নিলে আইসিং সুগার থাকবে ২০০ গ্রাম। প্রথমে বাটিতে এই দুটি মিশিয়ে নিন।
মাখন ও আইসিং সুগার মিশিয়ে ৫ মিনিট রাখার পর আবার ভাল করে মিশ্রণটি নেড়ে নিন। বাটির গায়ে যেন কিছু লেগে না থাকে।
মাখন ও আইসিং সুগার মিশিয়ে প্রায় ১৫ মিনিট রাখার পর তার মধ্যে ময়দা আর কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন।
মাখনের সমপরিমাণ ময়দা ও এক ভাগ কাস্টার্ড পাউডার নিতে হবে। সামান্য জল দিতে পারেন। এর মধ্যেই অল্প ভ্যানিলা পাউডার দিন।
মিশ্রণটি যেন খুব পাতলা না হয়। পুরো মিশ্রণটি অন্তত ৩০ মিনিট রেখে দিন। এরপর লেচি কেটে ছোট করে বেলে নিন এবং কুকিজ কাটার দিয়ে পছন্দের আকারে কেটে নিন।
এবার কাটা লেচিগুলি প্রি-হিট করা ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫ মিনিট বেক করুন। ব্যস, তৈরি কুকিজ। চা-কফির সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন