24 March 2024

ট্যান সরিয়ে জেল্লা ফেরাবে শসা, এভাবে ব্যবহার করুন

credit: istock

TV9 Bangla

শরীরের পাশাপাশি ত্বক সতেজ রাখতেও শসার জুড়ি নেই। বিশেষত, গরমে ট্যান, ত্বকের নানা সমস্যায় ঘরোয়া রেমিডি শসা।        

গরমে প্রচণ্ড ঘাম ও ধুলোবালিতে ত্বকের রন্ধ্র বন্ধ হয়ে যায়। ফলে ত্বকের কোষে ময়লা জমে ব্রণ, পিম্পলস বেশি হয়। এই সমস্যার প্রতিকারে খুব উপকারী শসা।        

ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শসা পাতলা করে কেটে বা শসার রস নিয়মিত মুখে লাগালে ত্বকের টক্সিন বেরিয়ে যায়। ফলে ত্বক উজ্জ্বল দেখাবে।        

ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। তাই শসার ফেসমাস্ক পিম্পলস দূর করে ত্বকে আর্দ্রতা জোগায় ও সতেজ করে তোলে।       

ঠিকমতো ঘুম না হলে চোখের নীচে ফোলাভাব হয়। শসার রস মুখের ফোলাভাব কমায় ও ক্লান্তিভাব কমিয়ে জেল্লা ফেরাতে সাহায্য করে।        

গরমে ত্বকে জ্বালাভাব, সান ট্যানের সমস্যা বাড়ে। শসার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য জ্বালাভাব কমায় এবং ট্যান কমাতে সাহায্য করে।        

শসার ৯৬ শতাংশ জল। তাই সারাদিন রোদে ঘোরার পর রাতে শসা পাতলা করে কেটে চোখে-মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ত্বকের আর্দ্রতা ফিরে আসবে।        

শসায় রয়েছে ভিটামিন-সি ও ফলিক অ্যাসিড, যা বলিরেখা সরিয়ে ত্বক টানটান রাখতে সাহায্য করে। নিয়মিত শসার ফেসপ্যাক ব্যবহারে অকাল বার্ধক্য রোধ হয়।