09 February 2024
সরস্বতী পুজোর আগে ফেরান ত্বকের জেল্লা
credit: istock
TV9 Bangla
সামনেই সরস্বতী পুজো। এবারে ডবল সেলিব্রেশন। ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজোর একসঙ্গে পড়েছে। তাই আনন্দও হবে দ্বিগুণ।
প্রেমের দিনে সেজেগুজে প্রেমিকের সঙ্গে বেরোনোর পরিকল্পনা রয়েছে। শাড়ি সঙ্গে মানানসই অলঙ্কার পরবেন। মেকআপ করবেন।
সরস্বতী পুজো নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে এখন থেকে ত্বকের যত্ন নিন। প্রেমের দিনে মুখের উজ্জ্বলতা বজায় রাখুন দই দিয়ে।
টক দই খাওয়ার কোনও বিকল্প নেই। টক দই খেলে ভিতর থেকে ত্বক সুস্থ থাকে। আর মুখে টক দই মাখলে ত্বকের ঝলমলে হয়ে ওঠে।
টক দই ব্রণ, র্যাশের সমস্যা দূর করে। পাশাপাশি দাগছোপ কমায়। এছাড়াও ত্বকের আর্দ্রতা বজায় রাখে এই প্রাকৃতিক উপাদান।
টক দইয়ের ফেসপ্যাক ব্যবহার করলে এটি ত্বককে এক্সফোলিয়েট করে। মৃত কোষ পরিষ্কার করে ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেয়।
এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু ও দু’চামচ ওট্স মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন।
মিনিট কুড়ি পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক ভাল থাকবে। ভ্যালেন্টাইন্স ডে-এর আগে এই টোটকা মেনে চললে সুন্দর ত্বক পাবেন।
আরও পড়ুন