2 Aug 2024
দইয়ের সঙ্গে এই ৪টি জিনিস মিশিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক
credit: istock
TV9 Bangla
ঘন, কালো ও সুন্দর চুল অধিকাংশ মহিলারই পছন্দ। কিন্তু, দৈনন্দিন ব্যস্ততা, খারাপ খাদ্যাভ্যাস ও দূষণের কারণে চুল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বর্ষাকালে যেন চুল বেশি ওঠে। এছাড়া চুল শুষ্ক, নিস্তেজ হয়ে পড়া, খুশকির সমস্যাও বাড়ে।
কয়েকটি ঘরোয়া উপাদানেই খুশকি থেকে চুল নিস্তেজ হয়ে পড়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
চুলের স্বাস্থ্যের জন্য খুব উপকারী টক দই। এতে ভিটামিন-ডি, বি৫, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, পটাসিয়াম এবং জিঙ্কের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে।
টক দইয়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে হেয়ার মাস্ক বানাতে পারেন। এটা খুশকি থেকে চুল পড়ার সমস্যা কমায়।
টক দইয়ের সঙ্গে মেথি বীজ গুঁড়ো ও অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। এটা মাথায় লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে নিন। সপ্তাহে একবার করলেই উপকার পাবেন।
টক দইয়ের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মাথায় লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে স্ক্যাল্প পরিষ্কার হবে এবং চুল নরম-উজ্জ্বল হবে।
টক দইয়ের সঙ্গে কারি পাতা পেস্ট করে ভাল করে মেশান। এটাও মাথায় লাগানোর কিছুক্ষণ পর ধুয়ে নিন। খুশকি থেকে পাকা চুলের সমস্যায় দারুণ উপকারী এই পেস্ট।
আরও পড়ুন