মাত্র ৫০ পয়সা খরচ করেই ১৪ দিনে সারান মুখের সব ব্রন! জনুন কীভাবে?
Credits:, TV9
TV9 Bangla
অনেক চেষ্টা করেছেন, প্রায় সব টোটকা ট্রাই করেছেন, হেলদি খাবার দাবার খেয়ে দেখেছেন কিন্তু মুখের জেদি ব্রন কমে না কোনও কিছুতেই। এদিকে দীর্ঘ দিন ধরে ব্রনর সমস্যার ফলে নষ্ট হচ্ছে ত্বকও।
কী করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? দামী দামী প্রোডাক্ট ব্যবহার করেও দেখেছেন, ক'দিন পরেই ফিরে আসে ব্রন। যদি বলি প্রতিদিন মাত্র ৫০ পয়সা খরচ করেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? ৩০ দিনের খরচ মাত্র ১৫ টাকা।
কেউ বলেন বয়ঃসন্ধিতে আমাদের শরীরে নানা ধরনের হরমোনের পরিবর্তন হয়, যার ফলে মুখে ব্রন দেখা দিতে পারে। ব্রন হওয়ার এই একটা কারণ নয়।
অনেকের ত্বকের ধরন বেশ খানিকটা তৈলাক্ত হয়।, সাধারণত সারাদিন ত্বক থেকে তেল নিঃস্বরণ হলে তাঁদের ত্বকে ব্রন বেশি হয়।
প্রতিদিনের ধুলোবালি, নোংরা ত্বকে জমা হয়েও তা ব্রনর কারণ হয়ে উঠতে পারে। তা ছাড়া দূষণ ব্রনর অন্যতম বড় কারণ। তবে এই সমস্যা থেকে মুক্তি প্রতিদিন মাত্র ৫০ পয়সা খরচ করলেই হবে। কীভাবে?
প্রতিদিন রাতে ঘুমোনোর সময় করতে হবে একটি মাত্র কাজ। একগ্লাস জল নিয়ে নিন। তার মধ্যে ৪-৫টি লবঙ্গ ফেলে রেখে দিন।
পরের দিন সকালে উঠে দেখবেন সেই জলের রং বদলে গিয়েছে। খালি পেটে ওই জল থেকে লবঙ্গগুলি তুলে ফেলে দিয়ে ওই জল পান করুন।
এই এক গ্লাস জল বানাতে প্রতিদিন আপনার খরচ পড়তে পারে ৫০ পয়সা। মাসিক খরচ ১৫ টাকা। এই সামান্য খরচেও মুক্তি পাবেন ব্রনর হাত থেকে। টানা ১৪ দিন এই জল খেলেই ফল পাবেন হাতেনাতে।