রান্নাঘরে ব্যবহৃত এই পাতা দিয়েই চুল হবে ঘন-উজ্জ্বল
credit: istock
TV9 Bangla
বর্ষাকাল মানেই মুঠো-মুঠো চুল ওঠে। খুশকির সমস্যাও বাড়ে। এই সব সমস্যার সমাধান রয়েছে রান্নাঘরেই।
খাবারের স্বাদ বাড়াতে রান্নাঘরে অনেক মশলা, পাতা ব্যবহার হয়। এগুলি কেবল রান্নার স্বাদ বাড়ায় না, স্বাস্থ্য থেকে ত্বক ও চুলের জন্যও বিশেষ উপকারী।
রান্নার স্বাদ বাড়াতে ব্যবহৃত অন্যতম একটি উপাদান হল, কারি পাতা। এটি কেবল রান্নার স্বাদ বাড়ায় না, পুষ্টিগুণেও ভরপুর।
কারি পাতায় ভিটামিন-সি, প্রোটিন, বিটা ক্যারোটিনের মতো পুষ্টি উপাদান রয়েছে, যা চুলের স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে দারুণ উপকারী কারি পাতা। এছাড়া চুল শাইনি করে তুলতে এবং খুশকি কমাতেও কার্যকরী এটা।
কারি পাতা ফুটিয়ে সেই জল ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিন। সেই জল দিয়ে চুল ধুয়ে নিন বা স্ক্যাল্পে স্প্রে করুন। নিয়মিত এটা করলে উপকার পাবেন।
কারি পাতা পেস্ট করে তার সঙ্গে টক দই মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে মাথায় লাগান। এটা চুল উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং খুশকি কমায়।
নারকেল তেলের সঙ্গে কারি পাতা মিশিয়ে ফুটিয়ে নিন। তার মধ্যে মেথি বীজও মেশাতে পারেন। সেই তেল ঠান্ডা করে সপ্তাহে দু-দিন মাথায় লাগালে চুল হবে হেল্থি ও শাইনি।