16 July 2024
খুশকি দূরে থাকবে, জনুন হেয়ার এক্সপার্টের টিপস
credit: istock
TV9 Bangla
বর্ষাকাল মানেই খুশকির সমস্যার বাড়বাড়ন্ত। খুশকি কেবল চুল দুর্বল করে না, লোকজনের সামনে অস্বস্তিতে ফেলে।
খুশকি যদি মাথার ত্বকে জমে এবং নিরাময় করা না হয়, তাহলে স্ক্যাল্পে ছত্রাক সংক্রমণ হতে পারে। যা থেকে চুল ও স্ক্যাল্পের মারাত্মক ক্ষতি হতে পারে।
কম শ্যাম্পু করলে স্ক্যাল্প থেকে অতিরিক্ত তেল বেরোয়, যা তৈলাক্ত খুশকিতে পরিণত হয়। আবার রোজ শ্যাম্পু করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়, তার ফলেও খুশকি হয়।
খুশকি দূর করতে অনেকে অনেক রকম শ্যাম্পু, প্রসাধনী ব্যবহার করেন। এগুলির অতিরিক্ত ব্যবহারে চুলের ক্ষতিও হতে পারে।
খুশকি দূর করতে কেবল ঘরোয়া দুটি জিনিস ব্যবহারের পরামর্শ দেন হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব। একটি হল শুকনো আদার গুঁড়ো এবং অন্যটি নারকেল তেল।
জাভেদ হাবিবের মতে, এক চামচ আদার গুঁড়োর সঙ্গে তিন চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেটা চুলের গোড়ায় লাগালেই খুশকি দূর হবে।
আদা-নারকেল তেলের পেস্টটি মাসে অন্তত দু-বার চুলে লাগান এবং ১০ মিনিট পর শ্যাম্পু করুন। এটা নিয়মিত করলেই খুশকি দূর হবে ও চুল সুস্থ হয়ে উঠবে।
চুলের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি অতিরিক্ত জল পান করারও পরামর্শ দিচ্ছেন জাভেদ হাবিব। কম জল খেলেও চুলে খুশকি হতে পারে।
আরও পড়ুন