বর্ষাকাল মানেই ড্র্যানড্রাফ বা খুশকির সমস্যা। খুশকির ফলে চুল নষ্ট হয়ে যায় এবং চুল পড়তে শুরু করে। এছাড়া স্ক্যাল্পে ঘা পর্যন্ত হতে পারে।
খুশকি হলে যেমন চুল পড়তে শুরু করে, তেমনই সাদা পোস্ত দানার মতো চুলের উপর, এমনকি পোশাকের উপরেও দেখা যায়। যা অস্বস্তিতে ফেলে।
খুশকি কমাতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। তবু খুশকি থেকে মুক্তি পান না। কিছু ঘরোয়া উপকরণেই রেহাই পেতে পারেন।
খুশকি রোধে খুব উপকারী টক দই। এর সঙ্গে ডিম বা কলা, নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক করে চুলে লাগান। তারপর শ্যাম্পু করলেই খুশকি দূর হবে।
চা গাছের তেল অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এটি কয়েক ফোঁটা শ্যাম্পু বা নারকেল তেলে মিশিয়ে চুলে লাগান। খুশকি দূর হবে।
নিম পাতা জলে ফুটিয়ে সেটা চুলে স্প্রে করুন। নিমে উপস্থিত অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সাহায্য করে।
খুশকি কমাতে মেথি বীজ ভিজিয়ে সেটা পেস্ট করে চুলে লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করুন। সপ্তাহে এক-দুবার করলেই উপকার পাবেন।
আপেল সিডার ভিনিগার খুশকি দূর করতে কার্যকরী। এটা চুলে লাগিয়ে ৩০ মিনিট পর চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার করলেই উপকার পাবেন।