শীত চলে গিয়েছে। এখনও খুশকির সমস্যায় ভুগছেন? নো টেনশন। ঘরোয়া উপায়েই খুশকি থেকে মুক্তি পেতে পারেন।
খুশকি নির্মূল করতে কার্যকরী লেবু। শ্যাম্পু করার আগে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। উপকার পাবেন।
প্রত্যেক বার শ্যাম্পু করার আগে অ্যান্টিব্যাকটেরিয়াল যুক্ত টি-অয়েল মাথায় লাগান। নারকেল তেলের সঙ্গে মিশিয়েও এটা স্ক্যাল্পে ঘষতে পারেন। দ্রুত খুশকিমুক্ত হবেন।
শ্যাম্পুর পর জলের সঙ্গে সম পরিমাণ আপেল সিডার ভিনিগার (ACV) মিশিয়ে মাথায় লাগান। ACV-র অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি দূর করে।
মেথি বীজ ব্লেন্ড করে জলে দিয়ে মিশ্রণ করুন। রোজ স্নানের আগে মাথায় লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে নিন। খুশকি উধাও হবে।
শ্যাম্পু করার আগের রাতে অলিভ অয়েল অল্প গরম করে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। এটা স্ক্যাল্প ময়শ্চারাইজ রাখতে এবং মরা খুশকি দূর করতে সাহায্য করে।
ব্যাকটেরিয়র যম নিম। জল দিয়ে নিম পাতার পেস্ট করে শ্যআম্পুর আগে মাথায় লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে নিন। খুশকি, ব়্যাশ সহজেই নির্মূল হবে।
চুল ধোয়ার আগে টক দই ও মধুর পেস্ট বানিয়ে স্ক্যাল্পে লাগান। খুশকি দূর করতে এবং স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে কার্যকরী এটা।