27 July 2024
এই আয়ুর্বেদিক দিয়েই দূর হবে ডার্ক সার্কেল
credit: istock
TV9 Bangla
আজকাল টিনেজ থেকে যুবতী, অধিকাংশই চোখের নীচে ডার্ক সার্কেল-এর সমস্যার শিকার। এটা পুরো মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়।
ডার্ক সার্কেলের অনেক কারণ হতে পারে। যেমন, ঠিকমতো রক্ত সঞ্চালন না হওয়া, রক্তাল্পতা, হরমোনের ভারসাম্যহীনতা, ঠিকমতো ঘুম না হওয়া।
জল কম খাওয়া, দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখ রেখে কাজ করা, সূর্যালোক এবং অত্যধিক মানসিক চাপও ডার্ক সার্কেলের অন্যতম কারণ।
ডার্ক সার্কেল ঠিক করতে অনেক নানা প্রসাধনী ব্যবহার করেও উপকার পান না। তবে ঘরোয়া কিছু জিনিস দিয়েই এই সমস্যা দূর করুন।
ডার্ক সার্কেল দূর করতে উপকারী জাফরান। কয়েকটি জাফরান দুধে ভিজিয়ে রেখে মুখে লাগান। কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিন। এটা নিয়মিত করলেই উপকার পাবেন।
উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার হয় কুমকুমাদি তৈলাম। এই আয়ুর্বেদিক তেল নিয়মিত চোখের চারপাশে লাগালে ডার্ক সার্কেল দূর হয়।
ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করুন হরিতকি। এটা পেস্ট করে মুখে লাগান। কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিন। নিয়মিত করলে ১৫ দিনের মধ্যেই উপকার পাবেন।
ত্রিফলা গুঁড়ো অর্থাৎ হারাদ, বহেরা, আমলকি থেকে তৈরি পাউডার জলে ভিজিয়ে চোখের নীচে নিয়মিত লাগালে ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়া যাবে।
আরও পড়ুন