28 February 2024

কালো ঠোঁট ঢাকতে সব সময় লিপস্টিপ পরছেন?

credit: istock

TV9 Bangla

আপনার ঠোঁটের রং যদি কালচে হয়, তার মধ্যে গোলাপি লিপস্টিক বা গ্লস যদি নেহাতই বেমানান দেখায় তখন কী করবেন ভেবেছেন কি?                                                      

দুশ্চিন্তা করবেন না, এই প্রতিবেদনে এমন কিছু উপায়ের কথা বলা হচ্ছে যা প্রয়োগ করে খুব সহজেই ঠোঁটের রং হয়ে উঠবে গোলাপি।                                                      

ত্বকের দাগছোপ, ব্রণর কালো দাগ কমাতেও সাহায্য করে এ কথা তো সকলেই জানেন।                                                      

কিন্তু জানেন কি, ঠোঁটের কালোভাব দূর করতেও নিমেষে কাজ করে এই ঘরোয়া উপাদান।                                                      

একটা পাতিলেবু থেকে রস নিংড়ে বের করে নিন। রাতে ঘুমতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে নিন।                                                      

তাছাড়া গোলাপি ঠোঁট পেতে বেছে নিন গোলাপকেই। এক চামচ গোলাপ জলে অল্প একটু মধু মেশান।                                                      

এর পর সেই মিশ্রণটা আলতো হাতে ঠোঁট স্ক্রাব করুন। এইভাবে রোজ লাগিয়ে নিন আর দেখুন ফল।                                                      

এছাড়া অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে দিন, এর পর সেটি ভালো করে বেটে নিন। এই বাটায় কয়েক ফোঁটা মধুও দিতে পারেন।