23 May 2024

রাতে এই কাজ করলেই গোলাপি ঠোঁট পাবেন

credit: istock

TV9 Bangla

ধূমপান, সূর্যের অতিবেগুনি রশ্মি, হরমোনের ভারসাম্যহীনতা—এমন নানা কারণে ঠোঁটের রং কালো হয়ে যায়। কালচে ঠোঁট কারওই পছন্দ নয়।

ঠোঁটের কালচে রং ঢাকতে প্রায় সকলেই লিপস্টিক বা লিপ গ্লস ব্যবহার করেন। কিন্তু ঠোঁটের গোলাপি আভা এতে ফেরে না।

ঠোঁটের যত্ন নিতে গেলে আপনাকে ধূমপান ছাড়তে হবে। নিকোটিন শরীরের পাশাপাশি আপনার ত্বকেরও মারাত্মক ক্ষতি করে।

ঠোঁটের কালচে ভাব দূর করতে গোলাপি আভা ফিরিয়ে আনতে ঘরোয়া উপাদানের সাহায্য নিতে পারেন। এতে ঠোঁটের কোমলতাও বজায় থাকবে।

প্রথমত, ঠোঁটের উপর সানস্ক্রিন ব্যবহার করুন। রোদে বেরোনোর আগে যেমন মুখ-হাতে সানস্ক্রিন মাখেন, ঠোঁটেও এই প্রসাধনী মাখুন।

এবার ঠোঁটের উপর থেকে মৃত কোষের স্তর পরিষ্কারের জন্য স্ক্রাব ব্যবহার করুন। পাতিলেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন।

রাতে ঘুমোতে যাওয়ার আগে এই লেবুর রসের তৈরি স্ক্রাব ঠোঁটের উপর ঘষে নিন। এরপর ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার পালা।

মধুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঠোঁটের উপর লাগান। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ১৫ মিনিট এই কাজটা করলেই ঠোঁট ভাল থাকবে।