উপোস করলে কি মনস্কামনা পূরণ হয়? প্রেমানন্দ মহারাজ বললেন...
Credit - Getty Images, X
TV9 Bangla
অনেক ব্যক্তি উপবাস করেন মনস্কামনা পূরণের আশায়। সত্যিই কি উপবাস করলে যে কোনও ব্যাক্তির ইচ্ছে পূরণ হয়?
সম্প্রতি এ বিষয়ে বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি জানিয়েছেন, উপবাস করলে সত্যিই ইচ্ছেপূরণ হয় কিনা।
প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, উপবাস করলে মানুষের ইচ্ছেপূরণ হয়। ভগবান বামনও ব্রতের মাধ্যমে প্রকট হয়েছিলেন। তাই ব্রত করলে যে কোনও কিছু পাওয়া যায়।
কোন ব্রত করলে মেলে সবচেয়ে বেশি ফল? এ বিষয়ে প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, শাস্ত্র অনুসারে সবচেয়ে পবিত্র ব্রত একাদশী।
প্রেমানন্দ মহারাজজির বলা কথা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি একাদশীর ব্রত করেন, তা হলে তাঁর মনোস্কামনা পূরণ হতে পারে।
একইসঙ্গে তিনি এও বলেছেন, 'যে কোনও ব্রত নিয়ম অনুসারে করা প্রয়োজন। ভুল নিয়ম মেনে ব্রত করলে সেটার ভালো ফল পাওয়া যায় না।'
প্রেমানন্দ মহারাজের কথায়, 'যদি ভগবানের আশ্রয় নিয়ে ব্রত করা হয়, তা হলে সেখানে কোনও ভুল হলেও ফল পাওয়া যায়।'
তিনি এও বলেন, 'যদি কেউ ব্রত বা যজ্ঞ অনুষ্ঠানের ১০ মিনিট পর ভজন, কীর্তন করেন, তা হলে ব্রত করার সময় যদি কোনও ভুল হয়ে থাকে, তার খারাপ ফল দূর হয়ে যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।