30 DEC 2024
জানেন কন্ডোম তৈরিতে প্লাস্টিক নয়, আসলে কী ব্যবহার হয় ?
credit: Getty Images
TV9 Bangla
এডসের মতো রোগের হাত থেকে বাঁচাতে কন্ডোমের জুড়ি মেলা ভার
চিকিৎসকরা সব সময়ই পরামর্শ দিয়ে থাকেন কন্ডোম ব্যবহারের
তবে জানেন কন্ডোম তৈরিতে প্লাস্টিক নয় ব্যবহার হয় গাছের রস
রবার গাছের রস, নাম ল্যাটেক্স সেখান থেকেই তৈরি হয় কন্ডোম
ল্যাটেক্স হল ক্রিমের মতো সাদা। এবং খুব ঘন হয়ে থাকে
এই ল্যাটেক্সে রয়েছে ৫০ শতাংশ জল ও ৫০ শতাংশ রবার
রবার গাছের বাকলের ঠিক নিচ থেকে মেলে এই ল্যাটেক্স
তরল ল্যাটেক্স বিভিন্ন রায়ায়নিক মেশানো হয়। তারপর তা দেখতে লাগে প্লাস্টিকের মতো
আরও পড়ুন