4th January, 2025

লাল, সবুজ ক্যাপসিকাম তো খান, জানেন কোনটি পুষ্টিগুণে ঠাসা?

Credit - Getty Images

TV9 Bangla

সবজি বাজারে রকমারি রংয়ের ক্যাপসিকাম পাওয়া যায়। সবুজ থেকে শুরু করে হলুদ ও লাল এই তিন রংয়ের ক্যাপসিকাম বেশি হেঁশেলে ব্যবহৃত হয়।

তবে সবুজ ক্যাপসিকামের ব্যবহার বরাবরই বেশি। তিন রংয়ের ক্যাপসিকামেই নানা পুষ্টিগুণ রয়েছে। তবে সবুজ নাকি লাল কোনটির পুষ্টিগুণ বেশি জানেন?

U.S. Department of Agriculture অনুযায়ী ১০০ গ্রাম সবুজ ক্যাপসিকামে রয়েছে ০.৮৬ গ্রাম প্রোটিন, ১.৭ গ্রাম ফাইবার, ১০ mg ক্যালসিয়াম, ৩৪ mg আয়রন।

সবুজ ক্যাপসিকামে ভিটামিন সি, ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৯ ও এ রয়েছে। আর রয়েছে পটাসিয়াম, ফসফরাস ও জিঙ্ক।

USDA অনুসারে ১০০ গ্রাম লাল ক্যাপসিকামে ০.৯৯ গ্রাম প্রোটিন, ২.১ গ্রাম ফাইবার, ৭ mg ক্যালসিয়াম, ০.৪৩ mg আয়রন রয়েছে।

লাল ক্যাপকিসামে রয়েছে ১২৮ mg ভিটামিন সি, বি১, বি২, বি৩, বি৫, বি৬, বি৯ ও এ। আর রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস।

সবুজ না লাল কোনটি বেশি উপকারী? দুটিতেই প্রায় সমপরিমাণ পুষ্টি রয়েছে। ১০০ গ্রাম লাল ক্যাপসিকামে ১৫৭ mg ভিটামিন এ, ১২৮ mg ভিটামিন সি রয়েছে।

আর ১০০ সবুজ ক্যাপসিকামে ৮০.৪ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। এবং সবুজ ক্যাপসিকামে ১৮ মাইক্রোগ্রাম ভিটামিন এ রয়েছে।