২১ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পপকর্নের উপর জিএসটি নিয়ে জানিয়েছেন।
সাধারণ, নোনতা ও ক্যারামেলাইজড এই তিন পপকর্নের উপর আলাদা জিএসটি হারের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।এই পরিস্থিতিতে জলের উপর GST নিয়েও আলোচনা চলছে।
সরকারের পক্ষ থেকে সাধারণ জলের উপর জিএসটি চালু করা হয়নি। তবে প্যাকেজড জলে, যেখানে মিনারেল ও অন্যান্য জিনিস থাকে তাতে জিএসটি রয়েছে।
নীতা অম্বানি, বিরাট কোহলি, মালাইকা আরোরার মতো বড় সেলিব্রিটিরা অত্যধিক দামী জলপান করেন। আর সেগুলিতে জিএসটিও রয়েছে।
১ লিটার কালো জলের দাম ২০০ টাকা থেকে ৩ হাজার টাকা। ১ লিটার স্পার্কলিং ওয়াটারের দাম ১২০০ থেকে ৫ হাজার টাকা।
যে সকল জলের বোতলের দাম ১০, ৪০ বা ৫০, সেগুলির উপর জিসএটি নেই। যদি কোনও জলের বোতল ২০ লিটারের হয়, তা হলে ১২ শতাংশ জিএসটি দিতে হয়।
কালো জল বা স্পার্কলিং ওয়াটারের কথা যদি বলা হয়, তা হলে সেক্ষেত্রে এই দুই রকম জলে ৫ থেকে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়।
জলই জীবন। আর যখন জলেও জিএসটি দিতে হয়, অনেকেই তাতে অবাক হন। কিন্তু সরকারের নিয়ম তো সকলকেই মেনে চলতে হয়। তাই জলেও জিএসটি মেনে নিতে হচ্ছে সকলকে।