a eomen biting nails

2nd April, 2025

দাঁত দিয়ে নখ কেটে চিবোন? এই গ্রহের যা প্রভাব পড়ছে শুনলে চমকে যাবেন

TV9 Bangla

image

Credit - Canva, Getty Image

প্রচুর মানুষের দাঁত দিয়ে নখ চিবোনোর বদ অভ্যাস থাকে। ছেলেবেলা থেকেই এটি করতে নিষেধ করেন বড়রা। এই খারাপ অভ্যাস স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।

প্রচুর মানুষের দাঁত দিয়ে নখ চিবোনোর বদ অভ্যাস থাকে। ছেলেবেলা থেকেই এটি করতে নিষেধ করেন বড়রা। এই খারাপ অভ্যাস স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।

দাঁত দিয়ে নখ চিবোনোর ফলে স্বাস্থ্যের পাশাপাশি নানা ব্যক্তির জীবনেও খারাপ প্রভাব পড়ে। এ বিষয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে?

দাঁত দিয়ে নখ চিবোনোর ফলে স্বাস্থ্যের পাশাপাশি নানা ব্যক্তির জীবনেও খারাপ প্রভাব পড়ে। এ বিষয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে?

জ্যোতিষশাস্ত্র মতে, যে ব্যক্তি দাঁত দিয়ে নখ চিবিয়ে খান, তাঁর জীবনে এক গ্রহের খারাপ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে, এ কাজ করলে কুণ্ডলীতে শনির দোষ তৈরি হয়।

জ্যোতিষশাস্ত্র মতে, যে ব্যক্তি দাঁত দিয়ে নখ চিবিয়ে খান, তাঁর জীবনে এক গ্রহের খারাপ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে, এ কাজ করলে কুণ্ডলীতে শনির দোষ তৈরি হয়।

যে ব্যক্তির কুণ্ডলীতে শনির দোষ তৈরি হয়, তাঁর উপর শনির কু-দৃষ্টি পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে, শনিকে নখ ও হাড়ের গ্রহ হিসেবে ধরা হয়। 

ফলে যে ব্যক্তি দাঁত দিয়ে নখ চিবোন, তাঁর জীবনে শনি গ্রহের খারাপ প্রভাব পড়ে। জ্যোতিষীদের মতে, নখ চিবোলে রাহু, কেতুর স্থান খারাপ হতে পারে।  

রাহু-কেতুর স্থানে প্রভাব পড়লে সেই ব্যক্তির জীবনে খারাপ সময় ঘনিয়ে আসে। এর ফলে নানা সমস্যার সম্মুখীন হয় সেই ব্যক্তি।  

নখ চিবিয়ে খেলে সূর্যের ক্ষতি হয়। কেরিয়ার ও ব্যবসায় ক্ষতি হয়। এ কাজ করলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। আর্থিক সমস্যা তৈরি হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।