30th December, 2024
BRA-এর ফুল ফর্ম জানেন? সঠিক উত্তর অনেকেরই অজানা
Credit - Getty Images
TV9 Bangla
দৈনন্দিন জীবনে মহিলাদের অত্যন্ত প্রয়োজনীয় ব্রা। এই অন্তর্বাস মহিলারা পরেন ঠিকই, কিন্তু অনেকেই এর ফুল ফর্ম জানেন না।
আসলে BRA একটি সংক্ষিপ্ত রূপ। একটি ফরাসি শব্দ থেকে এটি এসেছে। প্রতিদিন মহিলারা ব্রা পরলেও অনেকেই তা নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন না।
একাধিক মহিলা নিজেদের জন্য সঠিক সাইজের ব্রা বেছে নিতে পারেন না। যার ফলে সেই সকল মহিলারা পড়েন নানা সমস্যায়।
ব্রা বিভিন্ন রকমের হয়। এবং বিভিন্ন সাইজের হয়। প্যাডেড, নন প্যাডেড এই দুই ধরনের ব্রা মহিলারা বেশি ব্যবহার করেন।
ব্রাকে ব্রেসিয়ার (brassiere) বলা হয়। এটি বড় শব্দ বলে সংক্ষেপে BRA বলাই হয় বেশি। ফরাসি শব্দ "brassière" থেকে ব্রেসিয়ার এর উৎপত্তি।
১৮৯৩ সালে নিউ ইয়র্ক ইভিনিং হেরাল্ড সংবাদপত্রে প্রথম বার ব্রা (BRA) শব্দটি ব্যবহৃত হয়েছিল। ১৯০৪ সালে মার্কিন DeBevoise সংস্থা ব্রায়ের বিজ্ঞাপন দিয়েছিল।
মহিলাদের পোশাকের অন্যতম ব্রা। এর এটির আর একটি পূর্ণরূপ রয়েছে। সেটি হল Breast Resting Area অর্থাৎ 'স্তন বিশ্রামের এলাকা।'
১৯০৭ সালে বিখ্যাত ম্যাগাজিন Vogue এ প্রথম বারের মতো ব্রেসিয়ার শব্দটি ছাপানো হয়েছিল। ব্রা-কে বক্ষবন্ধনীও বলা হয়ে থাকে।
আরও পড়ুন