4th February,  2025

পুণ্য অর্জন করতে তীর্থযাত্রায় গিয়ে মৃত্যু, এটি শুভ না অশুভ?

Credit - Meta AI

TV9 Bangla

আধ্যাত্মিক উদ্দেশ্যে যখন কেউ ভ্রমণ করেন, সেটি হল তীর্থযাত্রা। অনেকেই পুণ্য অর্জনের আশায় তীর্থযাত্রায় যান।

তীর্থযাত্রা করলে আধ্যাত্মিক পুনর্নবীকরণ হয়, ব্যক্তিগত বিশ্বাস বৃদ্ধি পায়, এবং জীবনের মধ্যে উদ্দেশ্য ও মূল্যবোধের অনুসন্ধান হয়।

কোনও ব্যক্তি যদি তীর্থযাত্রায় গিয়ে প্রাণ হারান, সেটিকে শুভ না অশুভ বলে মনে করা হয় জানেন? হিন্দু ধর্ম অনুযায়ী বলা হয়, তীর্থযাত্রার সময় কোনও ব্যক্তির মৃত্যু হলে তা অত্যন্ত শুভ।

এমনটা হলে বলা হয় মৃত ব্যক্তির আত্মা মোক্ষলাভ করে। তীর্থযাত্রা নৈতিক বা আধ্যাত্মিক তাৎপর্য অনুসন্ধানের সঙ্গে জড়িত। 

তীর্থযাত্রার মাঝে তাই কারও মৃত্যু হলে বলা হয় আত্মা তাড়াতাড়ি মুক্তি পায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কারও তীর্থযাত্রায় মৃত্যু হলে বলা হয় তাঁর জীবনের উদ্দেশ্য পূরণ হয়েছে।

পুরান অনুসারে তীর্থে গিয়ে কেউ প্রাণ হারালে সেই ব্যক্তির আত্মা বেশি কষ্ট পায় না। নরকে যাওয়ার কষ্টও পেতে হয় না।

এও কথিত আছে যে তীর্থযাত্রার সময় কেউ মারা গেলে ঈশ্বরের চরণে স্থান পান। অবশ্য বিভিন্ন সংস্কৃতিতে তীর্থযাত্রার সময় মৃত্যু সম্পর্কে নানা বিশ্বাস রয়েছে। 

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।