15th  December, 2024

অনিয়মিত পিরিয়ডসে চিন্তায়? এই লাড্ডু খেলে হতে পারে কেল্লাফতে

Credit - Canva

TV9 Bangla

বর্তমানে বেশিরভাগ মেয়েই অনিয়মিত পিরিয়ডসের সমস্যায় ভোগেন। ১৮-৩০ বছরের মধ্যে খুব সাধারণ সমস্যা হল PCOS।

PCOS হল পলিসিস্টিক ওভারি সিনড্রোম। PCOS এর প্রধান লক্ষণ হল, অনিয়মিত পিরিয়ডস। এছাড়া হঠাৎ করে ওজন বাড়ে শুরু করে, যা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

যাঁরা অনিয়মিত পিরিয়ডসের সমস্যায় ভুগছেন, তাঁরা একটি লাড্ডু খেয়ে দেখতে পারেন। মিলতে পারে সমস্যা থেকে মুক্তি।

কীভাবে বানাবেন সেই লাড্ডু? জেনে নিন বিস্তারিত।  উপকরণ - তিল, সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, ফ্ল্যাক্সসিড, নারকেল গুঁড়ো, চিয়া সিডস, খেজুর, গুড়, মৌর, ঘি।

কী পরিমাণে উপকরণ নেবেন? ১/৪ কাপ তিল, ১/৪ কাপ সূর্যমুখীর বীজ, ১/৪ কাপ কুমড়োর বীজ, ৪ চামচ ফ্ল্যাক্সসিড, ২ চামচ নারকেল গুঁড়ো, ২ চামচ চিয়া সিডস, ৬টি খেজুর, ১/২ কাপ গুড়।

এই লাড্ডু বানানোর জন্য প্রথমে এই সকল শুকনো উপকরণ কড়াইতে নেড়ে নিন ভালো করে। এরপর সেই মিশ্রণ ড্রাই রোস্ট করে নিন।

শুকনো উপকরণ দিয়ে যে মিশ্রণ বানানো হবে, তাতে নারকেল গুঁড়ো, খেজুর দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিন।

এ বার কড়াইতে গুড় দিয়ে মিশ্রণটির পাক করে নিন। ভালোভাবে মিশ্রণটি তৈরি হয়ে হেলে হাতে অল্প ঘি নিয়ে লাড্ডু বানিয়ে নিন।