13 April, 2024

গরমেও কাজে আসে পেট্রোলিয়াম জেলি

credit: istock

TV9 Bangla

শীতকালের সর্ব‌ক্ষণের সঙ্গী পেট্রোলিয়াম জেলি। কিন্তু গরমকাল এসেছে বলেই যে একে ত্যাগ করবেন, এমন নয়। পেট্রোলিয়াম জেলির গুণ অনেক।

শুষ্ক ত্বকের যত্ন নেয় পেট্রোলিয়াম জেলি। ফাটা ঠোঁট থেকে শুকনো গোড়ালির যত্ন নেওয়ার ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি সবচেয়ে ভাল ফল দেয়।

উড়ো চুলকে বশ মানাতে কাজে লাগান পেট্রোলিয়াম জেলিকে। অল্প পেট্রোলিয়াম জেলি হাতে ঘষে নিয়ে চুলে বুলিয়ে নিন। অবাধ্য চুল পোষ মানবে।

পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে চান? পারফিউম মাখার আগে শরীরের পালস পয়েন্টে পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। তারপর পারফিউম স্প্রে করুন।

ত্বকের জেল্লা বাড়াতে হাইলাইটার ব্যবহার করেন? মেকআপ ছাড়া ত্বকে উজ্জ্বলতা আনতে মুখের হাই পয়েন্টগুলোতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।

মেকআপ রিমুভার শেষ? চিন্তা নেই। মুখে ভাল করে পেট্রোলিয়াম জেলি মালিশ করে নিন। ভিজে কাপড়ে মুখ মুছে নিন। তারপর ফেসওয়াশ করে নিন।

জামায় মেকআপের দাগ লেগে গিয়েছে। পাতলা সুতির কাপড় ভিজিয়ে নিন। তার উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘষে নিন। দাগ উঠে যাবে।

নেল পলিশ পরতে গিয়ে চামড়ায় লেগে যায়। নেল পলিশ পরার আগে নখের চারপাশে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এতে রং লাগলেও উঠে যাবে।