07 March 2024
প্রসাধনীর সাহায্য ছাড়াই ত্বকে আনুন কুলিং এফেক্ট
credit: istock
TV9 Bangla
কখনও মুখে নতুন ফেস সিরাম ট্রাই করছেন, আবার কখনও মেকআপ ছাড়া বাইরে বেরোচ্ছেন না। এতে ত্বকের উপর চাপ বাড়ছে।
প্রসাধনীর পাশাপাশি ঘাম, তেল, ব্যাকটেরিয়া ত্বকের উপরিতলে জমতে থাকে। এগুলো নিয়মিত পরিষ্কারের পরও ত্বকের সমস্যা থেকেই যায়।
ত্বকের সমস্যা কমানোর জন্য ডিটক্সিফিকেশন জরুরি। ত্বকের প্রদাহ কমানো দরকার। এসব কাজ এক নিমেষে করতে পারে ফেসপ্যাক।
ত্বকে কুলিং এফেক্ট এনে দিতে পারে ফেসপ্যাক। আর সেটা কোনও বাজারচলতি নয়। প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে তৈরি ফেসপ্যাক।
ত্বকের চাপ কমাতে ব্যবহার করতে পারেন টক দই ও অ্যালোভেরার ফেসপ্যাক। এটি সান বার্ন থেকে ব্রণ, সব সমস্যা থেকে মুক্তি দেবে।
টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড, ত্বককে এক্সফোলিয়েট করবে। অ্যালোভেরা ত্বকের প্রদাহ কমিয়ে র্যাশ, চুলকানি থেকে মুক্তি দেবে।
এক চামচ টক দইয়ের সঙ্গে ৪ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন।
এরপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকে সতেজতা এনে দেবে। এই ফেসপ্যাক ব্যবহারের আপনি নিজেই বুঝতে পারবেন কতটা আরাম মিলছে।
আরও পড়ুন