4 September 2024

চুল পড়ছে? হোমমেড শ্যাম্পু মাখুন

credit: istock

TV9 Bangla

চুল পড়ার সমস্যা যেন পিছু ছাড়তে চায় না। অনেকেই চুলের সমস্যা থেকে মুক্তি পেতে কেমিক্যাল ছেড়ে প্রাকৃতিক শ্যাম্পুকে বেছে নিচ্ছেন।

প্রাকৃতিক শ্যাম্পু মাইল্ড হয়। এতে ক্ষার থাকে না। চুল ঝলমলে ও প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি চুল পড়া কমিয়ে দেয় প্রাকৃতিক শ্যাম্পু।

প্রাকৃতিক শ্যাম্পুতে প্রিজারভেটিভ, সালফেট অথবা প্যারাবেনের মতো রাসায়নিক থাকে না। আর এই ধরনের শ্যাম্পু বাড়িতেই বানানো যায়।

গ্রিন টি ও অ্যালোভেরা দিয়ে বানিয়ে ফেলুন প্রাকৃতিক শ্যাম্পু। এই দুই উপাদান দিয়ে তৈরি শ্যাম্পু চুলের সমস্যা কমাতে সহায়তা করে।

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি শ্যাম্পু চুলের আর্দ্রতা ধরে রাখে এবং স্প্লিট এন্ডের সমস্যা কমায়। চুলের রুক্ষ ও শুষ্কভাবকে প্রতিরোধ করে।

গ্রিন টি  চুলের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলকে সূর্যের ক্ষতি থেকে বাঁচাতে সহায়তা করে। কীভাবে তৈরি করবেন এই শ্যাম্পু, দেখে নিন।

গরমে জলে ৪টি গ্রিন টি ব্যাগ ডুবিয়ে চা বানিয়ে নিন। এই চা ঠান্ডা করে এতে ১/৪ কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে ব্লেন্ড করে নিন।

এবার এতে ১/৪ কাপ ক্যাসটাইল সাবান মিশিয়ে নিন। এই শ্যাম্পু ফ্রিজে রাখতে পারেন। সপ্তাহে দু'বার করে ব্যবহার করুন এই শ্যাম্পু।